ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সহাবস্থান ও উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকীর পদত্যাগের দাবিতে মিছিল করেছে ছাত্রদল।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে পৃথকভাবে ছাত্রদলের বিভিন্ন ইউনিট এসব কর্মসূচি পালন করে করে বলে সংগঠনের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথ হলে গিয়ে শেষ হয়।
প্রায় একই সময়ে ওই এলাকায় মিছিল করে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। দুপুরে গুলশান-১ এ বিক্ষোভ মিছিল করে তিতুমীর কলেজ ছাত্রদল।
কর্মসূচিতে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান সোহাগ, মেহবুব মাসুম শান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক আমীর আমজাদ মুন্না, আশরাফ ফারুকী হিরা, পাঠাগার সম্পাদক মেহেদী হাসান, স্কুল-বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, বুয়েট ছাত্রদল সভাপতি মুসাব্বির শাফি, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শামীম ইকবাল খান, ঢাকা কলেজ ছাত্রদলের যোগাযোগ সম্পাদক খায়রুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সদস্য আশরাফ জালাল খান মনন, ঢামেক ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান খান সুমন, ঢাবি ছাত্রদল নেতা আল মেহেদী তালুকদার, বাপ্পু সরকার, সুব্রত দাস, মাসুম আহমেদ বাবু, মুজাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম বাবু, করিম প্রধান রনি, আকতার হোসেন, মারুফ এলাহী রনি, সাদাত নাসির শুভ, জুয়েল হোসেন, হাসানুর রাহমান, শফিকুল ইসলাম ,শামিম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫