ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

পেট্রোল বোমা হামলা: ছাত্রদল কর্মী আটক, চালক পুরস্কৃত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
পেট্রোল বোমা হামলা: ছাত্রদল কর্মী আটক, চালক পুরস্কৃত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় অবরোধকারীদের পেট্রোল বোমায় পুড়ে গেছে ফলবাহী একটি পিকআপ ভ্যান। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. আলিমুন নামে এক ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।



এদিকে, হামলার সময় কৌশলে দুই সঙ্গীকে নিয়ে পিকআপ ভ্যান থেকে নেমে যান চালক হাবিবুর রহমান (২৫)। তার সাহসিকতার কারণে এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এজন্য সোমবার সকালে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেন জেলা পুলিশ সুপার (এসপি) একএম এহনাস উল্লাহ্।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের বাইপাস সড়কে কুয়াতিয়ারপাড় এলাকায় ওই পিকআপ ভ্যান লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এতে গাড়িটি পুড়ে গেলেও চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পান যাত্রীরা।

ওসি মো. মনিরুল ইসলাম আরো জানান, ফলবাহী পিকআপ ভ্যানটি সাতক্ষীরা থেকে বরিশাল যাচ্ছিল।

খবর পেয়ে সকালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা খান, নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় এমপি ক্ষতিগ্রস্ত ট্রাক মালিককে ক্ষতিপুরণ দেওয়ার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।