দিনাজপুর: ২০ দলের টানা অবরোধ-হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শিবিরের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত থেকে সোমবার (০৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহান আলী বাংলানিউজকে জানান, নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত শিবির কর্মীদের বিরুদ্ধে নাশকতা ঘটনার অভিযোগে মামলা রয়েছে। দুপুরে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫