ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
দিনাজপুরে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল-সমাবেশ

দিনাজপুর: দিনাজপুরে হরতালের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও আওয়ামী লীগ সর্মথিত আইনজীবীরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর আদালত চত্বরে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও দুপুর আড়াইটায় বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।



আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ২০ দলীয় জোটের ডাকা হরতালের বিরুদ্ধে আইনজীবী সমিতির প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হরে। মিছিলটি আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমিতি প্রাঙ্গণে এসে শেষ করে। মিছিল শেষে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে সমাবেশ করে তারা।

পরে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি মো. আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক আ ন ম হাবিবুল্লাহ’র নেতৃত্বে আইনজীবী সমিতির প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আইনজীবী সমিতি প্রাঙ্গণে এসে শেষ করে। পরে সমিতি প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।