ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে সালাহ উদ্দিন আহমেদ

ঢাকা: সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

সোমবার বিকেলে ২০ দলীয় জোটের পক্ষে এক বিবৃতিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিষ্টাচার বহির্ভূত বাক্যবাণ প্রয়োগের ব্যবহার থেকেও বিরত থাকার আহ্বান জানান।



বর্তমান রাজনৈতিক সংকটের দায় সরকারের ওপর চাপিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, সরকার জোর করে ক্ষমতায় থাকতে পারবে না। সংকট উত্তরণে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন।

পাশাপাশি তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সমালোচনা করে সালাহউদ্দিন আহমেদ অতীত কর্মকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান হাসানুল হক ইনুর প্রতি।  
 
এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে দলবাজির অভিযোগ এনে জনগণের বিরুদ্ধে না দাঁড়াতে তাদের প্রতি আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ।
 
সবশেষে আন্দোলনের বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির পাশাপাশি চলমান সর্বাত্মক হরতাল শান্তিপূর্ণভাবে পালন করতে খালেদা জিযার পক্ষে বিএনপি ও ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।