ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় নিরুত্তাপ হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
বগুড়ায় নিরুত্তাপ হরতাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবার (৯ ফেব্রুয়ারি) বগুড়া ছিল নিরুত্তাপ। বিএনপি ও শরিক দলগুলোর নেতারা শহরমুখী না হওয়ায় অনেকটা ঢিলেঢালাভাবেই পালিত হয়েছে হরতাল।



কিছু মার্কেট ও অল্প কয়েকটি ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সকাল থেকেই শহরের ভেতরে ও বাইরে রিকশা, অটোরিকশাসহ প্রায় সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়। আতঙ্কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও আগের দিনগুলোর মতোই ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। পুলিশি প্রহরায় দূরপাল্লার কিছু পণ্যাবাহী ট্রাক শহরে ঢুকতে দেখা গেছে। আদালতসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে লোক সমাগম কিছুটা কম হলেও প্রায় স্বাভাবিক কাজকর্ম হয়েছে। তবে সকাল থেকেই শহরে প্রাধান্য বিস্তার করে রেখেছিল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন।

বিকেল সাড়ে ৪টার দিকে হরতাল-অবরোধসহ নাশকতার প্রতিবাদে বগুড়া শহর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান রনির পরিচালনায় জেলা সদরের মানিকচক বাজারে সমাবেশ করে আওয়ামী লীগ। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ মজিবর রহমান মজনুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

দুপুর ২টার দিকে হরতালের সমর্থনে গাবতলী উপজেলা বিএনপির উদ্যোগে শহরে একটি মিছিল করে বিএনপি। এতে উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা আবুল হোসেন মোল্লা, কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোরশেদ মিল্টন, আতিকুর রহমান আতিক, ওবায়দুর রহমান ফটু, মতিয়ার রহমান মতিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
এর আগে দুপুর ১২টায় শহরের সাতমাথা টেম্পল রোড দলীয় কার্যালয়ে ১৩ ফেব্রুয়ারি বগুড়ায় কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে শহর যুবলীগের সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় হরতাল-অবরোধের বিরোধিতা করে ২০ দলীয় জোটের ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা করে বক্তব্য দেয় যুবলীগ।

এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, যুবলীগ নেতা শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, মাইসুল তোফায়েল কোয়েল, নাছিরুজ্জামান টিটো, সিদ্দিকুর রহমান সিদ্দিক, মিথুন এমরান মিথুন, সাজেদুর রহমান সিজু, আলমগীর হোসেনসহ অন্যরা।

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজিউর রহমান বাংলানিউজকে জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
 
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।