ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

মৌলভীবাজার: মৌলভীবাজার পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ফয়সল আহমদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের বেরিরপাড় রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।



সৈয়দ ফয়সল আহমদ ১১নং মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুছ ছালেক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ জানুয়ারি কর্মসূচিতে উপলক্ষে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।