বগুড়া: বগুড়ার শাজাহানপুরে কার্টুন বোঝাই ট্রাক (বগুড়া-ট-১১-১২১৫) ও কাহালু উপজেলায় ধানের গুড়াবাহী একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ১৬-৬৬০৯) পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পৃথকস্থানে দুটি ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিক ভাবে হতাহতের খবর পাওয়া না গেলেও ট্রাকসহ মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রাত ৮ টার দিকে উপজেলার বগুড়া-নাটোর সড়কের বয়রাদিঘী এলাকায় এবং রাত সাড়ে ৮ টার দিকে কাহালু উপজেলার বগুড়া-নওগা সড়কের পাগলাপীর এলাকায় নাশকতা দুটি ঘটে।
শাজাহানপুর থানার অফিসার্স ইন্চার্জ (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বগুড়াগামী কাগজের খালি কার্টুন বোঝাই ট্রাকটি দুপচাঁচিয়া উপজেলাধীন আজাদ পেপার মিলে যাচ্ছিলো। পথে বয়ড়াদিঘী এলাকায় পৌছালে হরতালকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাহালু থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সৌমিত কুমার কুন্ডু বাংলানিউজকে জানান, ধানের গুড়া নিয়ে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৬-৬৬০৯) জেলার শেরপুর উপজেলার উদ্দেশে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। এমন সময় ঘটনাস্থলে হরতালকারীরা ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করলে আগুন ধরে যায়।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫