ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

যাত্রীবেশে ককটেল বিস্ফোরণ, ধরে ফেললেন রিকশাচালক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
যাত্রীবেশে ককটেল বিস্ফোরণ, ধরে ফেললেন রিকশাচালক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর কাঁটাবনে রিকশার যাত্রীবেশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন চালক।

আটক যাত্রীবেশী যুবকের নাম মামুন (১৯)।

আর রিকশাচালকের নাম মোজাম্মেল হক (৪০)। তার বাড়ি ঢাকার কামরাঙ্গীরচরের ‍আলী নগরে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার পর কাঁটাবন মোড়ে এ ঘটনা ঘটে।

ককটেলের স্প্রিন্টারে আহত হয়ে রিকশাচালক মোজাম্মেল হক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

তিনি বাংলানিউজকে জানান, আজিমপুর কমিউনিটি সেন্টারের সামনে থেকে দুই ব্যক্তির সঙ্গে তার শাহবাগ যাওয়ার কথা হয়। তাদের নিয়ে রওয়ানা দিয়ে কাঁটাবন মোড়ে পৌঁছালে দু’জনই মোজাম্মেলকে অ্যালিফ্যান্ট রোডের দিকে যাওয়ার কথা বলে। এর পরপরই দু’জন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালাতে উদ্ধ্যত হন। কিন্তু একজন পালিয়ে গেলেও ককটেলের স্প্রিন্টারে আহত হয়েও মামুন নামে আরেকজনকে ধরে ফেলেন রিকশাচালক মোজাম্মেল। এরপর স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে ওই এলাকায় দায়িত্বরত পুলিশের কাছে সোপর্দ করেন।

শাহবাগ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবদুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ককটেল নিক্ষেপকারী মামুনকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। আর রিকশাচালক মোজাম্মেলকে চিকিৎসার জন্য ঢামেকে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।