ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় পণ্যবাহী ২ ট্রাকে আগুন

নাশকতার দায়িত্বে ছিলেন ২৫-৩০ যুবদলকর্মী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
নাশকতার দায়িত্বে ছিলেন ২৫-৩০ যুবদলকর্মী ফাইল ফটো

বগুড়া: গত ২১ জানুয়ারি রাতে বগুড়া জেলা সদরের নিশ্চিন্তাপুর এলাকায় ফাতেমা ফিলিং স্টেশনের সামনে দু’টি পণ্যাবাহী ট্রাকে আগুন লাগানোর দায়িত্বে ছিলেন যুবদলের ২৫-৩০ কর্মী।

সেদিন বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল হান্নান মিছিল-সমাবেশ করার জন্য ওয়ার্ড যুবদলের সকল কর্মীকে ডেকে পাঠান।

সে অনুযায়ী ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. লিমনসহ আরও ২৫-৩০ জন হান্নানের ডাকে একত্রিত হন। হান্নান কর্মীদের বলেন, ‘উপরের নির্দেশ আছে, হরতাল ভালভাবে করতে হবে’।

পরিকল্পনা অনুযায়ী রাত আনুমানিক ৯টা থেকে সাড়ে ৯টার দিকে নিশ্চিন্তাপুর এলাকার ফাতেমা ফিলিং স্টেশনের সামনে দিয়ে পোল্ট্রি খাবার নিয়ে দু’টি ট্রাক দ্বিতীয় বাইপাস হয়ে সাবগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে ট্রাকের ড্রাইভার ভয়ে পালিয়ে গেলে যুবদলকর্মীরা একসঙ্গে ট্রাকে আগুন ধরিয়ে ঘটনাস্থল ত্যগ করেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদের আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গ্রেফতার ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সাধারণ সম্পাদক আরাফাত রহমান এসব স্বীকারোক্তি দেন।  

এর আগে, রোববার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি/এ-সার্কেল) মোহাম্মদ নাজির আহম্মেদ খানের নেতৃত্বে সদর থানার পরিদর্শক (তদন্ত) নুর-এ-আলম সিদ্দিকীসহ গঠিত সঙ্গীয় পুলিশ ফোর্স জেলা সদরের কালশিমাটি গ্রামের নিজ বাড়ী থেকে রুহুল আমিনের ছেলে আরাফাত রহমানকে গ্রেফতার করে।

রাতে পাঠানো এক বার্তার মাধ্যমে জেলার সহকারী পুলিশ সুপার (সদর) ও জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজিউর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।