ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে পেট্রোল বোমা ছুঁড়ে ২ বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
ময়মনসিংহে পেট্রোল বোমা ছুঁড়ে ২ বাসে আগুন প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা ও ত্রিশালে পেট্রোল বোমা নিক্ষেপ করে দু’টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

যথাক্রমে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টা ও সোয়া ১২টার দিকে এ নাশকতার ঘটনা ঘটে।



তারাকান্দা থানা পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে হালুয়াঘাটগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস তারাকান্দা উপজেলার মধপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনের এলাকায় গিয়ে পৌঁছাতেই দূর থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্ব‍ৃত্তরা। নিক্ষিপ্ত পেট্রোল বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে বাসের বডিতে গিয়ে লাগে।

এ সময় হুড়োহুড়ি করে বাস থেকে নামতে গিয়ে কাঁচ ভেঙে আহত হন স্থানীয় রহিমগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরামুল হক পান্নাসহ ২-৩ জন যাত্রী।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ বাংলানিউজকে জানান, দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে। আগুনে বাসটি সামান্য পুড়েছে।

এদিকে, রাত সোয়া ১২টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার ইভা ফিলিং স্টেশনের সামনে পার্কিং করা একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা আগুন দেয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

পরে স্থানীয় লোকজন আগুন নেভালেও গোটা বাসটিই ভস্মিভূত হয়ে যায়।

আগুনে পোড়া বাসটি ভালুকা উপজেলার ভরাডোবা এলাকার পাকিস্তানি মিল হিসেবে পরিচিত ইম্পেরিয়ার টেক্সটাইল মিলের স্টাফ বাস বলে জানা গেছে। তবে, বাসে এ সময় কোনো যাত্রী ছিল না বলে পুলিশ জানিয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজের কাছে দাবি করেন, মিলের শ্রমিক বহনকারী পুরাতন বাসে পেট্রোল বোমা নয়, ভেতরে কেউ ঢুকে মেস দিয়ে আগুন দিয়েছে। এতে বাসের সিট ও কাঁচ পুড়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।