পঞ্চগড়: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের অনির্দিষ্টকালের অবরোধ আর দফায় দফায় হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় পঞ্চগড়ের বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের পাঁচ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ডুবানুছি এলাকার মৃত রহমত আলীর ছেলে জামায়াতকর্মী রোকন উদ্দিন (৪৮), টুনিরহাট তেলিপাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে জামায়াত কর্মী সেকেন্দার আলী (৫৫), জেলা শহরের নিউমার্কেট ঢাকাইয়া পট্টি এলাকার আব্দুল আউয়ালের ছেলে শিবির সমর্থক আরিফ হোসেন (২৫), শহরের বানিয়াপাড়া এলাকার হাসিবুল ইসলামের ছেলে শিবির সমর্থক নাজিম উদ্দিন (২৮) এবং বোদা উপজেলার কাজিপাড়া শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জামায়াত কর্মী হায়দার আলী (৪৫)।
পুলিশ জানায়, লাগাতা হরতাল-অবরোধে আটক পাঁচজন নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলা ও বোদা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজনুর রহমান ও জামায়াত-শিবিরের এই পাঁচ কর্মী-সমর্থককে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
এইচএ/