নড়াইল: পুলিশের বিশেষ অভিযানে নড়াইলে বিএনপি-শিবিরের দুই কর্মীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ২৫ জনকে আটক করা হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে হাফিজুল রহমান কাজী নামে বিএনপির এক কর্মী ও খাইরুল ইসলাম নামে শিবিরের এক কর্মী রয়েছে।
নড়াইল পুলিশ কন্ট্রোল রুম থেকে জানা গেছে, নড়াইল সদর থানা থেকে ১২ জন, লোহাগড়ায় পাঁচ, কালিয়ায় পাঁচ ও নড়াগাতি থেকে তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫