ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

শিবগঞ্জে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
শিবগঞ্জে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকা থেকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাফর আলীকে আটক করেছে য়ৌথ বাহিনী।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাকে আটক করা হয়।



আটক জাফর আলী শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, সত্রাজিতপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের শিক্ষক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি।

শিবগঞ্জ থানা ও এলাকাবাসী জানায়, জাফর আলীর বিরুদ্ধে কয়েকটি মামলা থাকলেও ঠিক কতটি মামলা রয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ পৌর এলাকার চৌধুরীপাড়ার নিজ বাড়ি থেকে জাফর আলীকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।


এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) চৌধুরী যোবায়ের আহম্মেদ আটকের সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।