গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বত্রিশ মাইল এলাকায় চালক ও হেলপারকে নামিয়ে ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে একটি ট্রাক রংপুর যাচ্ছিল। পথে বত্রিশ মাইল এলাকায় পৌঁছুলে ট্রাক থামিয়ে চালক ও হেলপারকে নামিয়ে দেয় অবরোধকারীরা। পরে তারা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকের সামনের অংশ (কেবিন) পুড়ে যায়।
উপজেলার ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫