নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল-ইলিয়াছাবাদ ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এনামুল হক (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বড়নাল স্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় আওয়ামী লীগ নেতা বড়নাল-ইলিয়াছাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলামের সঙ্গে স্থানীয় অপর আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এর জের ধরে সকালে দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই এনামুল মারা যান।
নজরুল ইসলাম নিহত এনামুলকে নিজের সমর্থক বলে দাবি করেছেন।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫