ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ভোলায় ট্রাক-ট্যাংক লরিতে আগুন-ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
ভোলায় ট্রাক-ট্যাংক লরিতে আগুন-ভাঙচুর ফাইল ফটো

ভোলা: ভোলা শহরের বাংলাবাজার এলাকায় ট্যাংক লরিতে আগুন ও ট্রাক ভাঙচুর করেছে অবরোধ ও হরতালকারীরা।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) তিনগত গভীররাতে ভোলা-চরফ্যাশন মহাসড়কে এ ঘটনা ঘটে।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার জয়নগর স্কুল সংলগ্ন এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ করে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় চরফ্যাশন থেকে ভোলাগামী সবজিবাহী একটি ট্রাকের গতিরোধ করে সেটি ভাঙচুর করে অবরোধকারীরা।

পরে একই স্থানে তেলবাহী একটি ট্যাংক লরি এলে সেটির ইঞ্জিনে আগুন ধরিয়ে দেয়। এ সময় খবর পেয়ে ভোলা ও দৌলতখান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ভোলার সহকারী পুলিশ সুপার (এসএসপি) রামানন্দ সরকার জানান, নাশকতা ঠেকাতে ভোলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।