ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

জয়পুরহাট: আওয়ামী লীগ নেতার গাড়ি ভাঙচুর, বাসে অগ্নিসংযোগসহ পাঁচটি নাশকতার মামলায় আবু রায়হান (৩২) নামে এক স্বেচ্ছসেবক দল নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জয়পুরহাট শহরের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।



আবু রায়হান জেলা সদরের আমদই ইউনিয়নের পাটেরপুকুর গ্রামের তৈয়বুর রহমানের ছেলে। তিনি সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।