জয়পুরহাট: আওয়ামী লীগ নেতার গাড়ি ভাঙচুর, বাসে অগ্নিসংযোগসহ পাঁচটি নাশকতার মামলায় আবু রায়হান (৩২) নামে এক স্বেচ্ছসেবক দল নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জয়পুরহাট শহরের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
আবু রায়হান জেলা সদরের আমদই ইউনিয়নের পাটেরপুকুর গ্রামের তৈয়বুর রহমানের ছেলে। তিনি সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫