মৌলভীবাজার: মৌলভীবাজারে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলে প্রাইভেটকার ও সিএনজি চালিত দু’টি অটোরিকশা ভাঙচুরের ঘটনায় বিএনপির ও স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
সোমবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সোমবার দুপুরে শহরের শাহ মোস্তফা রোড থেকে মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিল থেকে পুরাতন হাসপাতাল রোডে একটি প্রাইভেটকার ও এম সাইফুর রহমান রোডে দু’টি অটোরিকশা ভাঙচুর করা হয়। এসময় এক অটোরিকশা চালক আহত হন।
এসব অভিযোগে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মাতুক এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীকে আসামিকে অজ্ঞাতনামা আরো ২০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
তিনি আরো জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫