ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

হিলিতে জামায়াত-শিবিরের ৩ কর্মী আটক

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
হিলিতে জামায়াত-শিবিরের ৩ কর্মী আটক প্রতীকী

হিলি (দিনাজপুর): চলমান হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির করতে পারে এমন অভিযোগে দিনাজপুরের হিলিতে জামায়াত- শিবিরের তিন কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।



আটক কর্মীরা হলেন-জামায়াত কর্মী উপজেলার বাঁশমুড়ি গ্রামের বরকত উল্লাহর ছেলে হযরত আলী (৬২), পাউশগাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (৫৭) ও শিবির কর্মী মংলাপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে আসাদুজ্জামান (২৩)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, হরতাল অবরোধে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছে এমন অভিযোগে তাদের আটক করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।