সারিয়াকান্দি (বগুড়া): হরতাল-অবরোধে নাশকতার আশঙ্কায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় অভিযান চালিয়ে যুবদলের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সারিয়াকান্দি-বগুড়া সড়কের ফুলবাড়ী ব্রিজের ওপর থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রামনগর গ্রামের নুরু মুন্সীর ছেলে ইসমাইল হোসেন (২৮) ও আমতলী গ্রামের তারা মণ্ডলের ছেলে রুবেল মণ্ডল (২৪)।
সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরে আটক দু’জনকে বগুড়া আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫