ঢাকা: জনগণের প্রতি প্রতিহিংসাপরায়ন হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবরোধ-হরতালের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
তিনি বলেন, খালেদা জিয়া অবরোধ-হরতালের নামে যে হত্যাকাণ্ড চালাচ্ছেন, তা সরকার পরিবর্তনের জন্য নয়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আমরা মুক্তিযোদ্ধা সন্তান ঢাকা মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আমির হোসেন আমু বলেন, খালেদা জিয়া হরতাল-অবরোধের ডাক দিচ্ছেন, মানুষ তাতে সাড়া দিচ্ছেন না। চালকরা গাড়ি চালাচ্ছেন, মানুষ যানবাহনে চড়ছেন।
তিনি বলেন, চালকরা কেন গাড়ি চালাচ্ছেন, মানুষ কেন যানবাহনে চড়ছেন, এজন্য বোমা মেরে চালক, হেলপার ও যাত্রীদের হত্যা করা হচ্ছে।
শিল্পমন্ত্রী বলেন, খালেদা জিয়ার এই হত্যাকাণ্ড সরকারের বিরুদ্ধে নয়, জনগণের বিরুদ্ধে। তিনি সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে হত্যাকাণ্ড চালাচ্ছেন।
তিনি বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানিরা বলেছিলো, মানুষ চাই না, মাটি চাই। খালেদা জিয়াও একইভাবে মানুষ হত্যা করছেন। এ হত্যাকাণ্ড সংবিধান পরিবর্তনের গভীর ষড়যন্ত্র।
আমির হোসেন আমু মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতি আহবান জানিয়ে বলেন, শুধু সংগঠন করলেই হবে না। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ যাতে প্রতিষ্ঠিত হয়, আগামী প্রজন্মও যাতে এই চেতনায় উদ্বুদ্ধ হয়, সেই কাজ করতে হবে।
আমরা মুক্তিযোদ্ধা সন্তান ঢাকা মহানগরের আহবায়ক নুরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, প্রেসিডিয়াম সদস্য মানিক লাল ঘোষ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫