ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয় লক্ষ্য করে ইট ছুড়ে ভাইকে পুড়িয়ে হত্যার ক্ষোভ ঝেড়েছেন পরান সরকার নামে এক তরুণ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই তরুণের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুরে।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশ তাকে আটক করে গুলশান থানায় নিয়ে যায়।
আটকের সময় পরান সরকার চিৎকার করে বলতে থাকেন, সহিংসতায় অবরোধকারীদের হাতে আমার ভাই পুড়ে মারা যাওয়ায় খালেদা জিয়ার প্রতি ঘৃণা প্রকাশ করতে এসেছি।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে ছুড়ে মারা পেট্রোল বোমার আগুনে পুড়ে মারা গেছেন তার ভাই।
দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে এ বছরের ৫ জানুয়ারির কর্মসূচি পালনের ঘোষণার পর ৩ জানুয়ারি থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এসে অবস্থান করছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। গত এক মাসের বেশি সময় তিনি এখানে অবস্থান করছেন।
পরে ৫ জানুয়ারি কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারাদেশে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। কার্যালয়ের সামনে থেকে পুলিশের ব্যারিকেড সরালেও সেখানেই রয়েছেন খালেদা জিয়া।
একমাসের বেশি সময় ধরে চলা অবরোধ-হরতালে গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমায় দগ্ধ হয়ে ৬০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শতাধিক মানুষ।
পাঁচ শতাধিক গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। দুই শতাধিক যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে। আগুন দেওয়া হয়েছে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস ট্রেনেও।
দফায় দফায় পেছানো হচ্ছে, মাধ্যমিক স্কুল সাটিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষাও। এ সব পাবলিক পরীক্ষাও হরতাল-অবরোধের আওতামুক্ত না থাকায় দিন দিন সাধারণ মানুষের ক্ষোভ বেড়েই চলেছে।
এদিকে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় লক্ষ্য করে ইট ছোড়াকে এরই বহির্প্রকাশ বলে মনে করছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে শিশুসহ নাগরিকদের ওপর পেট্রোল বোমা-ককটেলসহ নানাবিধ সন্ত্রাসী হামলা করে পুড়িয়ে মারা হচ্ছে।
এসব কিছুর প্রতিবাদে বিভিন্ন পেশাজীবী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন সভা সমাবেশ করছেন। নিজেদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য সাধারণ মানুষ বিএনপি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আন্দোলনের নামে সহিংসতার বিরুদ্ধে রুখে দাড়াতেই পারে। যদিও বিএনপি নেতারা এ জন্য তারা দায়ী নয় বলে দাবি করেছেন।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫/আপডেটেড: ২১৫৬ ঘণ্টা