ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেভাবে মানুষকে পুড়িয়ে মারছেন ও দেশকে ধ্বংস করার চেষ্টা করছেন তাতে দেশের কোনো স্বার্থ রক্ষা হয় না। তাই তিনি দেশের দুশমন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, খালেদা জিয়া দেশকে অস্থিতিশীল করার যতই চেষ্টা করুন না কেন, শেখ হাসিনার নেতৃত্বে তা প্রতিরোধ করা হবে। আজ খালেদা জিয়ার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা, ছাত্র সমাজ, পেশাজীবীসহ সব পেশার মানুষ জেগে উঠেছে। তারা আজ রাস্তায় বের হয়ে এসেছেন।
তিনি বলেন, বিএনপির চোরাগোপ্তা হামলায় মানুষ পুড়ছে। তাদের আর্তনাদে মেডিকেল কলেজগুলোর বার্ন ইউনিট আজ ভারি হয়ে এসেছে। তাই তাদের এ ধ্বংসাত্মক কার্মকাণ্ড প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।
খালেদা জিয়া যদি তাদের এ ধ্বংসাত্মক কর্মসূচি বন্ধ না করেন, তবে তাকে টেনে হিঁচড়ে বের করে জনতার আদালতে বিচার করা হবে। তা না হলে তাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।
মানববন্ধনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ বলেন, বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বক্তব্যে এটা স্পষ্ট যে, এসব হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত। আজ জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। যখনই কোনো ঘটনা ঘটে তখন জঙ্গি নেতা মোল্লা ওমর ও জাওয়াহিরির মতো গোপন স্থান থেকে বিএনপি নেতা সালাহউদ্দিন সাহেব বিবৃতি দেন।
তিনি বলেন, বাংলার মানুষ আজ যেভাবে ফুঁসে উঠেছে তাতে কাঁটাতারের বেড়া দিয়ে কোনো লাভ হবে না। জনগণ তাকে প্রতিহত করবেই।
এসময় তিনি খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চেয়ে নিয়মতান্ত্রিক উপায়ে কর্মসূচি পালনের আহ্বান জানান।
মানববন্ধনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, রাজনীতি ও হরতাল-অবরোধের নামে খালেদা জিয়া হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তিনি পাকিস্তান ও আইএসআই’র সহায়তায় সন্ত্রাস, জঙ্গিবাদের মদদ দিয়ে যাচ্ছেন। আমরা দেশে জঙ্গিবাদের উত্থান হতে দেব না।
তিনি বলেন, খালেদা জিয়াকে এ ধ্বংসাত্মক কর্মসূচি থেকে ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনেক সুশীল সমাজ সংলাপের কথা বলছেন। কিন্তু খুনি খালেদা জিয়ার সঙ্গে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সংলাপ হলে দেশের জনগণ মেনে নেবে না।
একই সময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে জয় বাংলা পরিষদ, কেন্দ্রীয় কমিটি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, অল পার্টি অ্যালায়েন্স। সব মানবন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫