ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রিজভীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
রিজভীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আরও ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

যাত্রীবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান এ আবেদন করেন।

এরআগে পল্টন থানার একটি মামলায় রিমান্ড শেষে তাকে আদালতে আনা হয়। বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালতে রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।