রাজশাহী: চলমান অবরোধ-হরতালে পুলিশের বিশেষ অভিযানে রাজশাহীতে জামায়াত নেতাসহ ১৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে নাশকতার সঙ্গে জড়িত এবং অর্থ সহায়তার অভিযোগে চারঘাট পৌর জামায়াতের সেক্রেটারিকে আটক করা হয়।
রাজশাহীর চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মোর্ত্তজা জানান, উপজেলা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাকারী এবং অর্থ যোগানদাতা হিসেবে চারঘাট পৌর জামায়াতের সেক্রেটারি হাফিজুল হককে (৪৮) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চারঘাট বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি সারদা থানাপাড়া এলাকায়।
ওসি আরও জানান, হাফিজুলকে উপজেলার হেমন্তর মোড়ে ট্রাকে আগুন দিয়ে ট্রাক চালক ও সহকারীকে পুড়িয়ে হত্যার চেষ্টা, নাশকতা এবং অর্থ সহায়তার মামলায় দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, হরতালে নাশকতা রোধে গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াতের ১৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
অপরদিকে মঙ্গলবার দুপুরে র্যাব-৫ এর মিডিয়া সেলের এএসপি রেলওয়ে কলোনি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা গোলাম সারোয়ার জানান, গতকাল সোমবার (০৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে আড়াইটার দিকে মহানগরীর কাটাখালি কাপাশিয়া এলাকা থেকে ৪টি ককটেল ও ১০টি হাসুয়া উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫