সিলেট: ২০ দলের ডাকা টানা ৭২ ঘণ্টা হরতালের তৃতীয় দিনের হরতালেও নিরুত্তাপ সিলেট।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত সিলেটের রাজপথে দেখা মেলেনি হরতাল আহ্বানকারী ২০ দলের নেতাকর্মীদের।
নগরীর দোকানপাট ও বিপণীবিতান খেলা রেখেছেন ব্যবসায়ীরা। হরতাল উপেক্ষা করে নগরী ও আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল রয়েছে অব্যাহত। নগরীর কোথায় কোনো ধরনের সহিংস ঘটনারও খবর পাওয়া যায়নি।
নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চৌকি বসিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে বলেন, হরতালের শেষ দিনে নগরীর কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫