ঢাকা: নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন যাত্রবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান।
অন্যদিকে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন রিজভীর আইনজীবী সানাউল্লাহ মিয়া।
রাষ্ট্রপক্ষে মহানগর পিপি আব্দুল্লাহ আবু রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করলেও রিজভীর পক্ষে তার আইনজীবীরা আদালতের প্রতি আস্থা নেই জানিয়ে রিমান্ড শুনানিতে অনিহা প্রকাশ করেন।
অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আদালতে বলেন, শুনানি করে আমরা কোনো প্রতিকার পাই না। কোনো লাভও হয় না। রাষ্ট্রপক্ষ ১০ দিন রিমান্ড চেয়েছে আপনি ২০ দিন দিয়ে দেন। আমরা কোনো রিমান্ড শুনানি করবো না।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হক একতরফা শুনানি শেষে রিজভীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে রিভজীকে ৩ দফায় ১৩ দিনের রিমান্ডে নিল পুলিশ।
এরআগে, যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় ৫ দিনের রিমান্ড শেষে তাকে মঙ্গলবার আদালতে আনা হয়। তারও আগে বাড্ডা থানার একটি মামলায় ৩ দিনের রিমান্ডে ছিলেন তিনি।
মঙ্গলবারের রিমান্ড আবেদনে বলা হয়, গত ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেওয়ার পর দেশে অচলাবস্থা নিশ্চিত করার জন্য বিএনপি ও জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে গত ২৩ জানুয়ারি দুপুর দেড়টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাজলা মহিলা মাদ্রাসার সামনের রাস্তায় তারাব পরিবহনের (ঢাকা মেট্রো-জ-১৪-২৪৭৪) একটি গাড়িতে যাত্রীদের হত্যার উদ্দেশে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
আসামি রিজভী ২০ দলীয় জোটের পক্ষে বিভিন্ন প্রচার মাধ্যম, সংবাদ সম্মেলন, ফোনে ও সরাসরি দুর্বৃত্তদের নাশকতার নির্দেশ দেন মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
** রিজভীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫, আপডেট ১৮০৬