সাভার (ঢাকা): দেশে চলমান সহিংসতা ও জামায়াতের রাজনীতি বন্ধের দাবিতে আশুলিয়ায় সিপিবি ও বাসদ যৌথভাবে গণঅবস্থান কর্মসূচি পালন করছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আশুলিয়ার বাইপাইলে এ কর্মসূচি পালন করে দল দুটি।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) জ্বালাও-পোড়াও ও সহিংসতা বন্ধের দাবিতে সাভার উপজেলা শাখার উদ্যোগে কর্মসূচিতে অংশ নেন দলীয় নেতা-কর্মীরা।
এ সময় কর্মসূচিতে বক্তারা দ্রুত সহিংসতা বন্ধের জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫