ময়মনসিংহ: বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাকনবি) অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে ছাত্রদল জাকনবি শাখা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি শাহাবুল আলম ও তার বড় ভাই মাহাবুল আলমসহ ৪০ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদেকুল ইসলাম সাদেকের মুক্তির দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট ডাকা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘন্টা ফেব্রুয়ারি ১০, ২০১৫।