ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে দুই উপজেলা চেয়ারম্যানসহ ৩১ জনের নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
ময়মনসিংহে দুই উপজেলা চেয়ারম্যানসহ ৩১ জনের নামে মামলা

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তারাকান্দা উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ও ফুলপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাশার আকন্দসহ ৩১ জনের নামে মামলা দায়ের করেছে পুলিশ। দুইজনই ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।



সোমবার (০৯ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করেন সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন। এ মামলায় অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ বাংলানিউজকে জানান, মামলার আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে হালুয়াঘাটগামী শ্যামলী বাংলা পরিবহন তারাকান্দা উপজেলার মধপুর ইউপি কার্যালয়ের সামনের এলাকায় গিয়ে পৌঁছতেই দূর থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। নিক্ষিপ্ত পেট্রোল বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে বাসের বডিতে গিয়ে লাগে।

এ সময় হুড়োহুড়ি করে বাস থেকে নামতে গিয়ে বাসের গ্লাস ভেঙে আহত হন স্থানীয় রহিমগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরামুল হক পান্নাসহ ২ থেকে ৩ জন বাসযাত্রী।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।