ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর দেখা পাননি নাসরিন সিদ্দিকী

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
প্রধানমন্ত্রীর দেখা পাননি নাসরিন সিদ্দিকী নাসরিন সিদ্দিকী

ঢাকা: আধা ঘণ্টা অপেক্ষা করার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা পেলেন না বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিনী নাসরিন সিদ্দিকী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনের গেটে যান তিনি।



নাসরিন সিদ্দিকী এক বিবৃতিতে বলেন, আমি গণভবনের পৌছানোর আগে একনেকের বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী বের হয়ে যান। পরে গণভবনের গেটে আধা ঘণ্টা অবস্থান করে অবশেষে মোহাম্মদপুরের বাসায় ফিরে যান।  

দেশের সার্বিক পরিস্থিতির জন্য ১৪ দিন ধরে নাসরিন সিদ্দিকীর স্বামী বঙ্গবীর কাদের সিদ্দিকী রাজপথে অবস্থান এবং কর্মসূচি পালন করছেন। তার এ কর্মসূটিতে পুলিশি হয়রানীর প্রতিকার চাইতে তিনি পুত্র-কন্যাসহ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান।

এর আগে ৯ ফেব্রুয়ারি (সোমবার) দিনের যে কোনো সময় প্রধানমন্ত্রীর সঙ্গে নাসরিন সিদ্দিকীর সাক্ষাতের সময় দেওয়ার অনুরোধ জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী গত রোববার (০৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী বরাবরে চিঠি দেন। কিন্তু সেই চিঠির কোনো জবাব না পেয়ে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে নাসরিন সিদ্দিকী প্রধানমন্ত্রীর সাক্ষাত প্রার্থনা করতে গণভবনের গেটে যান।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।