ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে ৪টি ককটেলসহ শিবিরের ২ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
দিনাজপুরে ৪টি ককটেলসহ শিবিরের ২ কর্মী আটক

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বাজার এলাকা থেকে ৪টি ককটেলসহ শিবিরের ২ কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটকরা হলেন- চিরিরবন্দর উপজেলার বইকন্ঠপুর গ্রামের হামিদুল হক সরকারের ছেলে মোস্তাকিম সরকার (২১) ও সিংঙ্গানগর গ্রামের লুৎফর রহমানের ছেলে শাহিনুর রহমান (২৫)।

দিনাজপুর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দরের রাণীরবন্দর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪টি ককটেল ও একটি লাল রঙের হাং মোটরসাইকেলসহ শিবিরের দুইজন কর্মীকে আটক করা হয়েছে। আটকরা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছিল।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।