নীলফামারী: চলমান অবরোধ ও হরতালের সমর্থনে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নীলফামারী পৌর বাজারের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব উর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনাম হোসেন।
মিছিল ও সমাবেশে বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদল, কৃষকদল, জাসাস, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা অংশ নেয়।
এদিকে, কিশোরগঞ্জ উপজেলাতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক রাজ্জাকুল ইসলাম রাজা।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫