শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে জামায়াতের দুই কর্মীকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে পুলিশ তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন-উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামের মৃত ইছাহাক উদ্দিন সরকারের ছেলে মো. আব্দুল হামিদ ও সুঘাট ইউনিয়নের গোয়ালজানি গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে মহসিন আলী (৩১)।
শেরপুর থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) আহসানুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫