রংপুর: হরতাল-অবরোধের প্রতিবাদে রংপুরে মানববন্ধন করেছে জেলা মহিলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগরের কাচারি বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন-সমাবেশে রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান শাফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাফিয়া খানম, সাধারণ সম্পাদক রোজী রহমান প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫।