কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে হরতাল ও অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উলিপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পোস্ট অফিস মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে।
পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সহ-সভাপতি খ ম শাহাজাহান, উলিপুর পৌর বিএনপির সভাপতি হায়দার আলী, নুর মোহাম্মদ, আফতাব উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫।