ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

হরতালের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
হরতালের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি-জামায়াতের ডাকা লাগাতার অবরোধ-হরতালের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর দক্ষিণ ছাত্রলীগ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এ কর্মসূচি পালিত হয়।



মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিউনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গুলিস্তান, জিপিও, পল্টন, প্রেসক্লাবসহ রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান সরকার আনিস।

মিছিলে মহানগর ছাড়াও বিভিন্ন কলেজ, থানা, ওয়ার্ড ও ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। মিছিল শেষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, সাংগঠনিক সম্পাদক ফারেজ সামি, আইন বিষয়ক সম্পাদক দেবজিৎ দেবনাথ অরণ্য, প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, উপ-সম্পাদক আবু হাসান তাপস, জাহিদ আহমেদ, সহ সম্পাদক খাদেমুল ইসলাম মাসুম, খিলগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মামুন উর রশীদ মামুন, মতিঝিলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন তপু, জামান শিকদার প্রমুখ।

সমাবেশে আনিস বলেন, খালেদা জিয়া জামায়াতের নির্দেশে আপনি হরতাল-অবরোধের ডাক দিচ্ছেন, কিন্তু মানুষ তাতে সাড়া দিচ্ছে না। চালকরা গাড়ি চালাচ্ছেন, মানুষ যানবাহনে চড়ছেন। ব্যবসায়ীরা দোকান-পাট খুলছেন।

তিনি বলেন, চালকরা কেন গাড়ি চালাচ্ছেন, মানুষ কেন যানবাহনে চড়ছেন, এজন্য বোমা মেরে চালক, হেলপার ও যাত্রীদের হত্যা করা হচ্ছে। তার এই হত্যাকাণ্ড সরকারের বিরুদ্ধে নয়, জনগণের বিরুদ্ধে, কোমলমতি শিক্ষার্থীদের বিরুদ্ধে। তিনি সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিষ্ঠুর হত্যাকাণ্ড চালাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।