ঢাকা: দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে চিঠি দিলেও আসল দলের (আওয়ামী লীগ-বিএনপি) সাড়া পাননি বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
ইতোমধ্যে নিবন্ধিত ২৫টি দল জাতীয় সংলাপে (কনভেনশন) আগ্রহ দেখিয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলানিউজকে এমনই তথ্য জানান এরশাদ। রাজনৈতিক সংকট নিরসন ও সহিংসতা বন্ধে জাতীয় কনভেনশনের জন্য ২৫ জানুয়ারি ৪২টি (নির্বাচন কমিশনে নিবন্ধিত) রাজনৈতিক দলকে চিঠি দেন এরশাদ।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রায় ২৫টি দল তার আহ্বানে সাড়া দিয়েছে। তবে আওয়ামী লীগ-বিএনপির পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
এ অবস্থায় তিনি কী চিন্তা করছেন এমন প্রশ্নের জবাবে বলেন, ‘অপেক্ষা করছি। আশা করছি তারা দেশের স্বার্থে সাড়া দেবেন। ’
আরও কিছুদিন অপেক্ষা করবেন। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘আমরা মানুষকে ভালোবাসতে ভুলে গেছি। সংবিধানে বলা হয়েছে সমস্ত ক্ষমতার মালিক এই মানুষই অর্থাৎ জনগণ। কিন্তু আমরা সব ভুলে গেছি। আমরা রাজনীতিবিদরা নিজেকে মনে করি দেশের মালিক। সব সম্পদ আমাদের। দেশের মানুষ আমাদের প্রজা। ’
এরশাদ আরও বলেন, ‘আমরা সবাই অমানুষ হয়ে গেছি। আমাদের হৃদয় পাথর হয়ে গেছে। যেমন করে হোক ক্ষমতা চাই। মানুষ আমাদের কাছে কিছু না। ’
এরশাদ তার চিঠিতে লিখেছিলেন, আজকে যারা রাজনীতিতে আছেন, তাদের মধ্যে মনে হয় আমিই বয়সে প্রবীণ। হয়তো আমার রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেকের রাজনৈতিক অভিজ্ঞতা বেশি আছে। তথাপি বয়সের দিক বিবেচনায় আমি সকল দলের নেতাদের কাছে আহ্বান জানিয়েছি যে- আসুন আমরা রাজনৈতিক সংস্কৃতি নির্ধারণের জন্য একত্রে মিলিত হই।
‘আমাদের নীতি আদর্শের মধ্যে তফাত থাকবেই। কিন্তু জাতীয় কিছু মৌলিক প্রশ্নে আমরা অবশ্যই একমত হতে পারবো’ বলেও আশাবাদব্যক্ত করেন এরশাদ।
জনমনে শান্তি নেই, মানুষের নিরাপত্তা নেই উল্লেখ করে তিনি বলেন, গোটা জাতি আজ আতঙ্কিত ও দিশেহারা। বিরাজমান সংকট থেকে উত্তরণ ঘটাতে না পারলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এসব কথা চিঠিতেও উল্লেখ করা হয়েছে।
চিঠিতে এরশাদ লিখেছিলেন, আপনারা সম্মত থাকলে সুবিধা মতো কোনো এক সময় উপযুক্ত স্থানে আমরা মিলিত হওয়ার প্রস্তাব জানাচ্ছি। এ ব্যাপারে আমি আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম।
২৫ জানুয়ারি সন্ধ্যায় প্রথমে বিএনপি। এরপর রাত সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ে চিঠি পৌঁছে দেওয়া হয়। অন্যান্য দলগুলোকেও তারপর দিন চিঠি দেওয়া হয়েছে।
এরইমধ্যে, এরশাদের সেই চিঠির দেওয়ার ১৭ দিন পেরিয়ে গেছে। তবে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এদিকে নতুন বছরের শুরু থেকে (৫ জানুয়ারি) অবরোধ-হরতাল অব্যহত রয়েছে। প্রতিদিনই বাড়ছে লাশের সারি। এরমধ্যে সহিংসতা বন্ধের দাবিতে প্রতীকী অনশনও করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
** আ.লীগ-বিএনপিকে এরশাদের চিঠি
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫