ঢাকা: চলমান রাজনৈতিক সংকটে দেশ ও জনগণের শান্তি ও নিরাপত্তার স্বার্থে সরকার ও বিরোধী পক্ষ উভয়কে সংলাপে বসার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ আহ্বান জানান।
‘সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে’ অভিযোগ করে বিবৃতিতে তারা বলেন, সরকার ও বিরোধীদলের মধ্যকার ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক লড়াইয়ে দেশের সাধারণ নাগরিক জিম্মি হয়ে পড়েছে।
বিবৃতিতে, দেশের এই সংকটময় পরিস্থিতিতে দেশ ও জনগণের শান্তি ও নিরাপত্তার স্বার্থে সব পক্ষকে রাজনৈতিক অহমিকা ত্যাগ করা এবং সরকার ও বিরোধী উভয় পক্ষকে সংলাপে বসে চলমান সংকট দূরীকরণের জন্য আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫