ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কামরুজ্জামান সুনাম ও যুগ্ম আহ্বায়ক শামীম ফেরদৌস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়টি জানানো হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হিসেবে শাহনেওয়াজ কাদির শাকিল চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল ওয়াফু তপুর নাম ঘোষণা করা হয়েছে।
এছাড়া ঠাকুরগাঁও পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হিসেবে ইমরান হাসান পান্না ও সাধারণ সম্পাদক হিসেবে নুর ইসলাম তালাশকে মনোনীত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৩টায় ঠাকুরগাঁও জেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভায় ঠাকুরগাঁও সদর ও পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫