ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় নিষ্প্রাণ হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
বগুড়ায় নিষ্প্রাণ হরতাল

বগুড়া: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার ৭২ ঘন্টা হরতালের তৃতীয় দিনে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুরো দিনটাই ছিল নিষ্প্রাণ। বিএনপি ও শরীক দলগুলোর নেতারা শহরমুখী না হওয়ায় ঢিলেঢালাভাবে পালিত হয়েছে হরতাল।



কিছু মার্কেট ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সকাল থেকেই শহরের ভেতরে ও বাইরে রিকশা, অটোরিকশাসহ প্রায় সব ধরণের যানবাহন চলাচল করতে দেখা গেছে। আতঙ্কে যাত্রীবাহী বাস কিছুটা কম চললেও পুলিশি প্রহরায় দূরপাল্লার পণ্যবাহী ট্রাক শহর ছেড়ে গেছে। আগের দিনগুলোর মতোই ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।

দুপুর ১২টার দিকে হরতাল-অবরোধসহ নাশকতার প্রতিবাদে সরকারী আজিজুল হক কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ শাখার সভাপতি মশিউর রহমান মন্টির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসলাম হোসেনের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, আওয়ামী লীগ নেতা রফি নেওয়াজ খান রবিন, সুলতান মাহমুদ খান রনি, জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজি জুয়েল, সাধারণ সম্পাদক মাশরাফি হিরোসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রায় একই সময়ে দুপুরে দলীয় কার্যালয় হতে কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের  নেতৃত্বে শহরে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এরপর বেলা ২ টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ২০ দলীয় জোট। এতে মিছিলে কাহালু উপজেলা বিএনপির আহবায়ক কাজী আব্দুর রশিদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মোমেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আখম তোফাজ্জল হোসেন আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সাহিদসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৫২২ ঘণ্টা,  ১১ ফেব্রুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।