নোয়াখালী: নোয়াখালীর মাইজদীর নতুন বাসস্টান্ড এলাকায় প্রাইভেটকারে আগুন দিয়েছে অবরোধকারীরা। এতে প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে যায়।
একই সময় ওই এলাকার মাইজদী-চৌমুহনী প্রধানে সড়কে ৩টি ট্রাক ও ৫টি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে।
মঙ্গলবার (১০ ফেব্রæয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সুধারাম থানা থেকে আধা কিলোমিটার দূরত্বে মধ্যে নতুন বাসস্টান্ড এলাকায় অবরোধকারীরা একটি প্রাইভেটকার থেকে চালককে নামিয়ে দেয়। পরে প্রাইভেটকারটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
একই সময়ে ওই এলাকায় ৩টি ট্রাক ও ৫টি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে যায়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ০৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫