তালা (সাতক্ষীরা): নাশকতার আশঙ্কায় সাতক্ষীরার তালা উপজেলার শিরাশুনি ও বারাত এলাকা থেকে জামায়াতের দুই কর্মীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-শিরাশুনি গ্রামের হাসেম আলী শেখ (৬০), এই গ্রামের মজিদ শেখ (৫৮), মাগুরা গ্রামের কেসমত সরদার (৬২) ও বারাত গ্রামের তুহিন শেখ (২৬)।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের মধ্যে কেসমত ও হাসেম জামায়াতের সক্রিয় কর্মী। নাশকতার পরিকল্পনাকালে তাদের আটক করা হয়।
বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫