ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

তালায় জামায়াতের ২ কর্মীসহ আটক ৪

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
তালায় জামায়াতের ২ কর্মীসহ আটক ৪ ছবি : প্রতীকী

তালা (সাতক্ষীরা): নাশকতার আশঙ্কায় সাতক্ষীরার তালা উপজেলার শিরাশুনি ও বারাত এলাকা থেকে জামায়াতের দুই কর্মীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন-শিরাশুনি গ্রামের হাসেম আলী শেখ (৬০), এই গ্রামের মজিদ শেখ (৫৮), মাগুরা গ্রামের কেসমত সরদার (৬২) ও বারাত গ্রামের তুহিন শেখ (২৬)।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের মধ্যে কেসমত ও হাসেম জামায়াতের সক্রিয় কর্মী। নাশকতার পরিকল্পনাকালে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।