ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে উপজেলার আমিরাবাদ বাজার এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বাজারের টিনসেড একটি ঘরে ইউনিয়ন আওয়ামী লীগ কর্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয়রা আগুন দেখে ছুটে এসে নিয়ন্ত্রণের আগেই কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে যায়। এতে কার্যালয়ের ভেতরের একটি টেলিভিশন, চেয়ার টেবিল ও একটি বৈদ্যুতিক পাখা পুড়ে যায়।
এটি আওয়ামী লীগের কার্যালয় হলেও ছাত্রলীগের কর্মীরাও এখানে বসত।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) এসএম মাকসুদুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫