ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পাঠানো অভিনন্দন বার্তার উত্তর দিয়েছেন শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা (Maithripala Sirisena)।
উত্তরে শ্রীলঙ্কান প্রেসিডেন্ট খালেদা জিয়ার প্রতি শুভ কামনা করেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কান দূতাবাস অফিস অ্যাসিস্ট্যান্ট দেলোয়ার হোসেন সিরিসেনার এ বার্তাটি বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে নিয়ে যান।
এ সময় বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা খায়রুল কবির খান সেটি গ্রহণ করেন।
খাইরুল কবির খান বাংলানিউজকে বলেন, অভিনন্দনের জবাবে শ্রীলঙ্কান প্রেসিডেন্ট বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫