ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় ২০ দলের ৬ নেতাকর্মীসহ আটক ১০৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ২০ দলের ৬ নেতাকর্মীসহ আটক ১০৫ ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নয় উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০৫  জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মী রয়েছে।



মঙ্গলবার দিনগত রাত থেকে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত এই অভিযান  চালানো হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক হওয়া বিএনপি ও জামায়াত-শিবিরের ছয়জন ছাড়া বাকিরা নিয়মিত বিভিন্ন মামলার আসামি।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।