ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে বিএনপির মিছিল, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
ঝিনাইদহে বিএনপির মিছিল, আটক ৫ ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। এদিকে, নাশকতার আশঙ্কায় পুলিশ ঝিনাইদহের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি-জামায়াতের পাঁচ কর্মীকে আটক করেছে।



বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে শহরের আরাপপুর থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে স্থানীয় একটি ফিলিং স্টেশনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানেই সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ মজিদ, ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, যুবদল নেতা মীর ফজলে এলাহী শিমুল ও লোকমান হোসেন বক্তব্য রাখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এদিকে, নাশকতার আশঙ্কায় মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার বিএনপি কর্মী ও এক জামায়াত কর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে সদর থানায় দুই, শৈলকুপায় এক, মহেশপুরে এক ও হরিণাকুন্ডু থানায় একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সুপার আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।