ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদাকে শিক্ষকদের স্মারকলিপি

পরীক্ষাকে অবরোধ-হরতাল মুক্ত রাখার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
পরীক্ষাকে অবরোধ-হরতাল মুক্ত রাখার দাবি ছবি: দীপু/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিক্ষা কার্যক্রম ও পরীক্ষাকে হরতাল-অবরোধ ও রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখার দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ বেসরকারি কারিগরি শিক্ষক সমিতি নেতারা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা পৌনে বারোটায় সমিতির সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মকসেদুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে স্মারকলিপি দিতে ‍আসেন।

 

এ সময় খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব থাকা সিএসএফ সদস্য ফারুক আহমেদ স্মারকলিপিটি গ্রহণ করেন।

স্মারকলিপি দওয়া হলে শাহজাহান আলম সাজু সাংবাদিকদের বলেন, অবরোধ ও হরতালের নামে শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যা, পরীক্ষাকেন্দ্রে ও বই বহনকারী ট্রাকে আগুন দেয়ার প্রতিবাদ জানানো হয়েছে স্মারকলিপিতে। একই সাথে শিক্ষা কার্যক্রমকে অবরোধ-হরতালের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছি।

পেট্রোলবোমা মেরে মানুষ হত্যাকারীদের কঠোর হাতে দমনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়া তার নাতনীকে পরীক্ষা দেয়ার জন্য মালয়শিয়ায় পাঠিয়েছেন। এবার তিনি যেন এদেশের শিক্ষার্থীদের পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেন।

এর আগে এসএসসি পরীক্ষার মধ্যেও ২০ দলীয় জোটের হরতাল আহ্বানের প্রতিবাদে শিক্ষক নেতারা খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়।

তারা গুলশান দুই নম্বর গোল চত্বর থেকে মিছিল নিয়ে গুলশান ৮৬ নম্বর রোড়ের মুখে পৌঁছালে তাদের আটকে দেয় পুলিশ।   

ঘেরাও কর্মসূচি পালনের আগে তারা গুলশান দুই নম্বর গোল চত্বরে ল্যান্ডমার্ক ভবনের সামনে সমাবেশ করে।

সমাবেশে সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও আরও বক্তব্য রাখেন, অধ্যক্ষ নাসির উদ্দিন বাবলু, সলিমুল্লাহ সেলিম, বেণী আমিন, মাওলানা মাহাবুবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।