ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে ২টি অটোরিকশা ও হিউম্যান হলারে আগুন-ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
ফেনীতে ২টি অটোরিকশা ও হিউম্যান হলারে আগুন-ভাঙচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে  সিএনজি চালিত  দু’টি অটোরিকশা ও একটি হিউম্যান হলারে আগুন ও ভাঙচুর করেছে পিকেটাররা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ফেনী শহরের দাউদপুল কালিপাল এলাকায় এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ফেনী শহরের দাউদপুল এলাকায় হরতাল-অবরোধকারীরা একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি কালিপাল এলাকায় যাওয়ার পর লালপুল থেকে ফেনী শহরগামী যাত্রীবাহী দু’টি অটোরিকশা ও হিউম্যান হলারের গতিরোধ করে যাত্রীদের নামিয়ে দেয়। পরে তারা পেট্রোল ঢেলে তাতে আগুন ধরিয়ে দেয় ও ভাঙচুর করে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও যানবাহনগুলোর বেশ ক্ষতি হয়। পরে চালক ও স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়।

খবর পেয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) পুলিশের উপ-পরিদর্শক (এসঅই) শাহিনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।